Thursday, April 18, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিঅ্যাপলের বিরুদ্ধে এরিকসনের মামলা

অ্যাপলের বিরুদ্ধে এরিকসনের মামলা

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে সুইডেনের টেলিকমিউনিকেশন কোম্পানি এরিকসন। আইফোনে ফাইভজি ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহারের রয়্যালিটি পেমেন্ট ইস্যুতে এ মামলা করেছে এরিকসন। ইতোমধ্যেই উভয় কোম্পানি যুক্তরাষ্ট্রে একে অপরের বিরুদ্ধে মামলা করেছে।

২০১৫ সালে শুরু হওয়া সাত বছরের টেলিকম পেটেন্ট নবায়নে সমঝোতা না হওয়ায় উভয় কোম্পানি একে অপরকে দোষারোপ করে এই মামলা করে। অক্টোবরে সর্বপ্রথম এরিকসন মামলা করে। তারা দাবি করে, অ্যাপল অযৌক্তিকভাবে রয়্যালিটি রেট কর্তন করার চেষ্টা করছে। এরপর গত ডিসেম্বরে অ্যাপল তাদের করা মামলায় অভিযোগ করে, সুইডিশ কোম্পানিটি পেটেন্ট নবায়নে নিজেদের জোর খাটাচ্ছে। প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে পেটেন্ট মামলা খুবই সাধারণ ঘটনা। কারণ এক ডলারও বাঁচাতে পারলে চুক্তির মেয়াদকালীন সেটি বড় সংখ্যা হিসাবে রূপ নেয়। এরিকসন প্রত্যেকটি ফাইভজি হ্যান্ডসেটের জন্য আড়াই থেকে পাঁচ ডলার রয়্যালিটি ফি নিয়ে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments