Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিঅফিসে ফিরতে চান না অ্যাপলকর্মীরা

অফিসে ফিরতে চান না অ্যাপলকর্মীরা

অ্যাপলের নির্দেশনা মেনে অফিসে গিয়ে কাজ করার ইচ্ছা নেই প্রতিষ্ঠানটির কর্মীদের। প্রতিবাদের মাধ্যম হিসেবে দরখাস্তে সবার স্বাক্ষর নেন অ্যাপলকর্মীরা। এই দরখাস্ত প্রকাশ করে সংবাদমাধ্যম দ্য ফিন্যানশিয়াল টাইমস। সেখান থেকে জানা যায়, রিমোট ওয়ার্ক বা দূর থেকে কাজ করার ক্ষেত্রে আরো ছাড় দাবি করছেন অ্যাপলকর্মীরা।

গত সপ্তাহে নির্দেশনা জারি করে অ্যাপল জানায়, ৫ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন অফিসে এসে কাজ করতে হবে কর্মীদের। এরই প্রতিবাদে অ্যাপলের কর্মীরা জোটবদ্ধ হয়ে ‘অল এমপ্লয়ি মেমো’তে স্বাক্ষর করেছেন। এতে উল্লেখ করা হয়, প্রচলিত ছকে অফিস করতে হয়নি বলে কর্মীরা এত দিন উত্ফুল্ল ছিলেন। স্বাভাবিক সময়ের তুলনায় তাঁরা কাজও বেশি করেছেন। কিন্তু এই বিষয়গুলোকে আমলে নেয়নি অ্যাপল। টেক জায়ান্টটির প্রধান টিম কুকের মতে, ব্যবসায় উন্নতির জন্য অফিসে এসে সামনাসামনি একে অন্যের সঙ্গে কথা বলা জরুরি। চলতি বছরের মে মাসেও অফিস খোলার চেষ্টা ব্যর্থ হয় অ্যাপলের। প্রতিবাদের মুখে নিয়ম কিছুটা শিথিল করে টানা চার দিন বাসায় থাকার সুযোগ করে দেয় অ্যাপল। সম্প্রতি কভিড সংক্রমণ কমে যাওয়ায় কর্মীদের অফিসে ফেরানোর সিদ্ধান্ত নেয় অ্যাপল।

 সূত্র : দ্য গার্ডিয়ান

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments