Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিঅপ্রতিযোগিতামূলক কৌশল খাটানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের

অপ্রতিযোগিতামূলক কৌশল খাটানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের

গুগলের বিরুদ্ধে মামলা

গুগলের বিরুদ্ধে ভার্জিনিয়ার একটি আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগ, ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের ক্ষেত্রে টেক জায়ান্টটি অপ্রতিদ্বন্দ্বিতাসুলভ, আইনবিরুদ্ধভাবে প্রতিযোগিতার পথ বন্ধ করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ১৫ বছর ধরেই বিশাল এই টেক কম্পানি অপ্রতিদ্বন্দ্বিতাসুলভ কৌশল অবলম্বন করে অনলাইন বিজ্ঞাপনের ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে আসছে।

গুগলের কারণেই যুক্তরাষ্ট্রে বসবাসরত বিজ্ঞাপনদাতাদের বেশি অর্থ ব্যয় করতে হয়। অন্যদিকে ওয়েবসাইট পাবলিশারদের আয় কম হয়। ওয়েবসাইট পাবলিশার আর বিজ্ঞাপনদাতা—দুই পক্ষেরই অভিযোগ, বিজ্ঞাপনের অর্থ কোথায় যায়, কতটুকু পাবলিশাররা পান আর কতটুকু গুগল কেটে রাখে, সে বিষয়ে স্বচ্ছতা রাখেনি গুগল।

গুগলের মূল কম্পানি অ্যালফাবেট জানিয়েছে, মামলার কারণে উদ্ভাবনের গতি কমবে, বিজ্ঞাপন দেওয়ার খরচ বাড়বে এবং হাজারও ছোটখাটো কম্পানি ও পাবলিশারের জন্য ব্যবসা করা কঠিন হয়ে যাবে।

 সূত্র : রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments