Thursday, April 18, 2024
spot_img
Homeধর্মঅজুতে যেসব কাজ করা সুন্নত

অজুতে যেসব কাজ করা সুন্নত

অজু পরিপূর্ণ ও সুন্দর হওয়ার লক্ষ্যে অজুর সুন্নতসমূহের ওপর নিয়মিত আমল করা উচিত। অজুর সুন্নতগুলো হলো—

►   অজুর শুরুতে নিয়ত করা। (বুখারি, হাদিস : ১)

►   বিসমিল্লাহ পড়া। (আবু দাউদ, হাদিস : ৯২)

►   উভয় হাতকে কবজি পর্যন্ত ধৌত করা। (মুসলিম, হাদিস : ৩৩১, মুসনাদে আহমাদ, হাদিস : ১৬২২৫)

►   মিসওয়াক করা। (আবু দাউদ, হাদিস : ৪২)

►   কুলি করা ও নাকে পানি দেওয়া। (মুসলিম, হাদিস : ৩৩১)

►   যদি রোজাদার না হয় তাহলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। (তিরমিজি, হাদিস : ৭১৮)

►   প্রত্যেক অঙ্গ তিনবার করে ধোয়া। (মুসলিম, হাদিস : ৩৩১)

►   পুরো মাথা মাসেহ করা। (আবু দাউদ, হাদিস : ৯৭)

►   উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা। (আবু দাউদ, হাদিস : ১১৬)

►   দাড়ি খিলাল করা। (আবু দাউদ, হাদিস : ১২৩)

►   আঙুল খিলাল করা। (তিরমিজি, হাদিস : ৭১৮)

►   ধোয়ার সময় অঙ্গসমূহকে মেজে-ঘষে ধোয়া। (আবু দাউদ, হাদিস : ১২৭)

►   প্রথম অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধৌত করা। (বুখারি, হাদিস : ১৩৭)

►   অঙ্গগুলো ধোয়ার সময় তারতিব তথা ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, তারপর মাথা মাসেহ করা। এরপর পা ধৌত করা। (সুরা : মায়েদা, আয়াত : ৬)

►   বাম হাত দ্বারা প্রথমে ডান হাত ধোয়া এবং বাম হাত দ্বারা প্রথমে ডান পা ধৌত করা। (নাসায়ি, হাদিস : ১১১)

►   মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা। (মুসলিম, হাদিস : ৩৪৬)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments