জুলি রহমান
আগে চুক্তি! পরে ডিনারের মেনু!
ডাইনিং সাজানো হবে কচি শরীরের মাংসে।
থালা হবে ফিলিস্তিনের ভূ-খন্ড!
রক্তে ভেজে গাজা চোখের জলে স্যূপ!
ইসরায়েল জর্ডান মিশর হিব্রু বলে-
অসংখ্য অগনিত নারী পুরুষ শিশুর কান্না
গুলিবিদ্ধ স্বাধীন পাখি আকাশ বিহীন
বৃক্ষ ডালপালা নতজানু কালো আগুনে-
ধুম্রজালে বন্দী আকাশ নীলহীন এখন
কবুতরের কপোত পাখা রঙে মাখা!
প্রিয়ার চোখের অন্জন দেখেনা আর চখা।
এ রং লালের ভেতর দুঃখ হুলি খেলে।
মালভূমি বৈরুত মিশানো চামড়ার ছাউনি ;লেবানন বারবিকিউ হবে
পুরনো ডায়নোসরের দাঁতে কাঁটা চামস
জরুরী খুব ছিঁড়তে মাংসের হাড় গুলো।
আল আকসা জেরুজালেম এর একাংশ পেলেই বাটপার দিবে ছেড়ে
টেবিল ;খাবার ,দুধের বাটি ;না না,যুদ্ধ
মানেই তো যুবতি শরীর ওটিও খুব দরকার এখন সতীচ্ছেদ ছেঁড়ার!
নিউইয়র্ক-সাজুফতা সাহিত্য
২০২১ইং
১৮ই মে-