ভার্চুয়াল রিয়ালিটি প্ল্যাটফরম হরাইজনকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন রকমের গ্যাজেট নিয়ে ফিজিক্যাল স্টোর চালু করতে যাচ্ছে মেটা প্ল্যাটফরম। ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের বার্লিনগেম ক্যাম্পাসে ১ হাজার ৫৫০ বর্গমিটারের মেটা স্টোরটি চালু হবে ৯ মে। এখানে পাওয়া যাবে কোয়েস্ট ২ ভিআর হেডসেট, ভিডিও কলিং ডিভাইস পোর্টাল ও অগমেন্টেড রিয়ালিটি গ্লাস। এর মধ্যে কোয়েস্ট ২ ভিআর হেডসেট এখনো বাজারে আসেনি।
বছরের মাঝামাঝি সময় থেকে এটা বাজারে পাওয়া যাবে। সবগুলো গ্যাজেটই শপিং ট্যাব ‘মেটা ডটকম’-এ পাওয়া যাবে। মেটাভার্স জগৎ তৈরি করতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে মেটা। এই জগতে অফিসের কাজ, খেলাধুলা, সামাজিক মেলামেশা সবই হবে ভার্চুয়ালি।