Sunday, October 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তি৮ বছরের শিশুর নাগালে পর্নোগ্রাফি

৮ বছরের শিশুর নাগালে পর্নোগ্রাফি

সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আট বছরের শিশুর হাতের নাগালে চলে এসেছে পর্নোগ্রাফি। বেশির ভাগ শিশু ১৩ বছরে এসব অশ্লীল কনটেন্ট দেখছে। কিছু ক্ষেত্রে আট বা ৯ বছরের শিশুরাও দেখছে। ইংল্যান্ডের চিলড্রেন’স কমিশনার ডেম র‌্যাচেল ডিসুজা এসব তথ্য জানিয়েছেন। সম্প্রতি শিশুদের ওপর পর্নোগ্রাফির প্রভাব বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন তিনি। বিবিসি রেডিও ৪-এর প্রগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পর্নোগ্রাফির কারণে শিশুরা হিংসাত্মক ভাষা শিখছে। এর প্রভাব পড়ছে তাদের আচরণের ওপর। শিশুরা সবচেয়ে বেশি পর্ন দেখছে টুইটার, তারপর স্ন্যাপচ্যাটে। এ ছাড়া পর্ন কম্পানিগুলোর ওয়েবসাইটও ভিজিট করছে। অনলাইন নিরাপত্তা আইনের আওতায় যথাযথভাবে বয়স যাচাই করা প্রয়োজন। প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যমেই যেহেতু তারা এসব দেখে, সেহেতু প্রযুক্তি কম্পানিগুলোকে এসব অশ্লীল ছবি সরানোর ব্যাপারে আরো তৎপর হতে হবে। শিশুরা পর্ন দেখুক, এটা আমরা চাই না।’ তিনি বলেন, স্কুলের শিক্ষাব্যবস্থা আরো উন্নত করতে হবে। অভিভাবকদেরও ডিভাইস ব্যবহারের সীমা নির্ধারণ করে দিতে হবে।

 সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments