Monday, May 29, 2023
spot_img
Homeবিনোদন৮৪ হলে শরিফুল রাজ

৮৪ হলে শরিফুল রাজ

গতকাল থেকে দেশের ৮৪ সিনেমা হলে চলছে ঢাকাই সিনেমার নতুন আলোচিত নায়ক শরিফুল রাজের সিনেমা। রুচিশীল দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্পের ‘হাওয়া’- সিনেমা মুক্তি পেয়েছে ২৪টি প্রেক্ষাগৃহে। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন রাজ। অন্যদিকে, ঈদে মুক্তি পাওয়া আলোচিত ‘পরাণ’ সিনেমা দর্শক চাহিদার কারণে চতুর্থ সপ্তাহেও চলছে ৬০টি প্রেক্ষাগৃহে। একইসঙ্গে দুই সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ দখলে রেখেছেন এ নায়ক। এমন খবরে চিত্রনায়ক শরিফুল রাজ বেশ উচ্ছ্বসিত। বলেছেন, দর্শকদের এমন ভালোবাসার জন্য আমাদের দুই সিনেমার টিম কৃতজ্ঞ। বাংলা সিনেমা নিয়ে এ উন্মাদনা দীর্ঘদিন চলুক। টিভি ফিকশন ও বিজ্ঞাপনের খ্যাতিমান নির্মাতা মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘হাওয়া’ সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া ৮ জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে কাহিনী আবর্তিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার, ‘হাওয়া’- চলচ্চিত্রটি মূলত এ কালের রূপকথা।

আর ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। সিনেমাটি নিয়ে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ। আলোচনার কেন্দ্রে এসেছেন সিনেমাটির নায়ক শরিফুল রাজ। দর্শক প্রশংসায় মেতেছেন এ চিত্রনায়কের অভিনয়ের। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments