বাংলাদেশের বাজারে রঙ ফর্সাকারী ক্রিম বেশ জনপ্রিয়। এবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটটিউশন (বিএসটিআই) জানালো বাজারে প্রচলিত আটটি ত্বকের রঙ ফর্সাকারী ক্রিমে ধরা পড়েছে মাত্রাতিরিক্ত পারদ। এগুলো হল গৌরি, চাঁদনি, নিউ ফেস, গোল্ডেন পার্ল, ডিউ, নূর গোল্ড, ফাইজা ও হোয়াইটপার্ল। সোমবার (২ মার্চ) বিকেলে এই তথ্য জানায় বিএসটিআই।
জানা গেছে, ক্রিম থেকে পারদ দেহের কোষে জমে থাকে। এতে চুল পড়ে যাওয়া, দাঁতের ক্ষতি হওয়াসহ নানা সমস্যা দেখা দেয় এমনকি হতে পারে ক্যান্সারও। তবে রি ব্র্যান্ডগিলোর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হবে তা এখনো জানা যায় নি।