সৌদি আরবের রাষ্ট্রয়ত্ত্ব তেল উত্তোলন ও সরবরাহকারী কম্পানি আরমকোর তেলের গুদামে ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে শুক্রবার। জেদ্দার যে অঞ্চলে হামলা হয়েছে, এর মাত্র ৬ মাইল দূরে অনুষ্ঠিত হবে ফর্মুলা ওয়ান রেস সৌদি গ্রাঁ প্রিঁ। কিন্তু হামলার পর উদ্বিগ্ন ছিলেন রেসাররা। অনিশ্চয়তায় পুড়ে টুর্নামেন্টটিও।তবে সব শঙ্কা দূর করে, সিদ্ধান্ত হয়েছে ঠিক সময়ে রেসটি আয়োজনের। গতকাল এ নিয়ে কর্তৃপক্ষের বিবৃতি,‘ ফর্মুলা ওয়ান ও এফআইএ (ইন্টারন্যাশনাল মটরিং ফেডারেশন) নিশ্চিত করছে, সৌদি গ্রাঁ প্রিঁ যথাসময়েই ট্র্যাকে গড়াবে। সৌদি সরকার ও নিরাপত্তা কর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা শতভাগ নিশ্চয়তা দিয়েছে আমাদের। ’ সূত্র-রয়টার্স