Friday, September 29, 2023
spot_img
Homeসাহিত্য৬ জন পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

৬ জন পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

চর্যাপদ সাহিত্য একাডেমি প্রদত্ত দোনাগাজী পদক ২০২২-২০২৩ একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত ০৪ জুন বিকেলে একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে জুড়ি বোর্ডের বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন পায়।

বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ২ বছরের পদক ঘোষণা করেন জুড়ি বোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা।

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ জনকে দেওয়া হবে দোনাগাজী পদক। ২০২২ সালে পদক পাচ্ছেন কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে পারভীন সুলতানা, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ। ২০২৩ সালে পদক পাচ্ছেন কবিতায় মজিদ মাহমুদ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য্য, চর্যাগীতিতে শামসুল হুদা।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, আগামী ১০ জুন শনিবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও গীতিকার জাহিদুল হক।

মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, চাঁদপুরের কৃতিসন্তান কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ একাডেমি। শিল্প-সাাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় পদক। এর আগে মনি হায়দার, মোহাম্মদ নূরুল হক, নিলুফা আক্তার, মামুন রশীদ, আবু আফজাল সালেহ, প্রত্যয় হামিদ, অনু ইসলাম, এএসএম ইউনুছ, মোস্তফা হায়দার, প্রণব কুমার রায়সহ অনেক প্রতিশ্রুতিশীল লেখকের হাতে উঠেছে দোনাগাজী পদক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments