Thursday, November 30, 2023
spot_img
Homeবিনোদন৫ বছর লিভ-ইনের পর সাইফকে যে কারণে বিয়ে করেছিলেন কারিনা

৫ বছর লিভ-ইনের পর সাইফকে যে কারণে বিয়ে করেছিলেন কারিনা

এগারো বছরের সংসার বলিউড অভিনেতা সাইফ ও অভিনেত্রী কারিনার। অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রায় পাঁচ বছর লিভ ইনে ছিলেন তারা। এতদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর কেন বিয়ের সিদ্ধান্ত নেন কারিনা-সাইফ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাব দিয়েছেন কারিনা কাপুর খান।

কিছুদিন আগে দেওয়া সাক্ষাত্‍কারে কারিনা জানিয়েছেন সাইফ এবং তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দু’জনে সন্তান নিতে চেয়েছিলেন। তাই মূলত সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া। কারিনার কথায়, ‘সাইফ আর আমি পাঁচ বছর একসঙ্গে ছিলাম। আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা সন্তান চেয়েছিলাম।’

প্রেমের সম্পর্কে জড়ানোর পরপরই কারিনার সঙ্গে লিভ-ইন করার প্রস্তাব দেন সাইফ আলী খান। কিন্তু কারিনা সাফ জানিয়ে দেন এ ব্যাপারে তার মায়ের (ববিতা কাপুর) কাছে অনুমতি নিতে হবে সাইফের। তারপর কোনো ভণিতা না করে সোজা কারিনার মায়ের কাছে চলে যান এবং সম্পর্কের কথা সুন্দরভাবে কারিনার মাকে জানান সাইফ আলী খান। শুধু তাই নয়, কারিনার সঙ্গে একসঙ্গে থাকার অনুমতিও চান তিনি।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেছিলেন, ‘সাইফ মাকে বলেছিল, আমরা বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চাই। মা সব শুনে কোনো দ্বিরুক্তি করেননি; বরং রাজি হয়ে যান।’

উল্লেখ্য, ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় সন্তান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments