ইমাম হাফেজ আবু মুসা। পাবনা জেলার সাঁথিয়া উপজেলার যশমন্তদুলিয়া গ্রামে ইমামতি করেছেন দীর্ঘ ৫৩ বছর। এখন বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণ করেছেন। যশমন্তদুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি তাদের দীর্ঘ দিনের ইমামের সম্মানে বিশেষ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেছে।
গত ৪ মে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। এই দিন যশমন্তদুলিয়া যুবসমাজের পক্ষ থেকে একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে ইমাম হাফেজ আবু মুসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখা হয় ‘তিনি অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ৫৩ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ’ অনুষ্ঠানে উপস্থিত বহু মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। মুসল্লিদের বক্তব্য, ‘হুজুর আমাদের নামাজ-কালাম শিখিয়েছেন। তাঁর কাছে আমরা কোরআন শিখেছি, মাসয়ালা-মাসায়েল শিখেছি। তিনি আমাদের ঝগড়া-বিবাদগুলো মিটিয়ে দিতেন এবং অভিভাবকের মতো সবাইকে আগলে রাখতেন। ’
বিদায়ের সময় মুসল্লিরা স্মৃতিস্মারক হিসেবে বিভিন্ন ধরনের উপহার-উপঢৌকন দেন। ইমাম আবু মুসাও এই সময় আবেগাপ্লুত হয়ে যান। তিনি মুসল্লিদের ভালোবাসা ও সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া করেন। অনুষ্ঠান শেষে তাঁকে ঘোড়ার গাড়িতে বিদায় জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে ইমাম হাফেজ আবু মুসাকে একটি ঘোড়ার গাড়ি বহন করে নিয়ে যাচ্ছে এবং তার সামনে ও পেছনে যাচ্ছে শতাধিক মোটরসাইকেল।