Thursday, June 8, 2023
spot_img
Homeখেলাধুলা৫০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় লেওয়ানডস্কি

৫০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় লেওয়ানডস্কি

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তিভিত্তিক ঝামেলা মিটিয়ে কিংবদন্তি রবার্ত লেওয়ানডস্কিকে দলে ভেড়ানোর চূড়ান্ত পর্যায়ে এসেছে বার্সেলোনা। 

ইএসপিএন জানিয়েছে, লেওয়ানডস্কিকে তিন বছরের জন্য ন্যু ক্যাম্পে নিয়ে আসছে বার্সেলোনা।

শনিবার ১৬ জুলাই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার কথা রয়েছে। 

লেওয়ানডস্কিকে দলে ভেড়াতে বার্সার খরচ করতে হচ্ছে প্রায় ৫০ মিলিয়ন ইউরো। 

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, চুক্তি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন লেওয়ানডস্কি। সেখানে বার্সার প্রাক মৌসুমের অনুশীলন ও ম্যাচগুলোতে যোগ দেবেন তিনি। 

মার্কা আরও জানিয়েছে, ৭ আগস্ট জোয়ান গ্যাম্পার ট্রফির ম্যাচে নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লেওয়ানডোস্কিকে বার্সার খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেবে ক্লাব কর্তৃপক্ষ। সেদিন মেক্সিকান দল পুমাসের বিপক্ষে খেলবে বার্সা। 

এদিকে ইতালির বিখ্যাত সাংবাদিক ফাবরিজিও রোমানো জানিয়েছেন, লেওয়ানডোস্কিকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়েছিল ফরাসি জায়ান্ট পিএসজি এবং ইংলিশ জায়ান্ট চেলসি। কিন্তু তিনি এ দুটি ক্লাবের সঙ্গে কোনো আলোচনাও করেননি। তার একমাত্র লক্ষ্য ছিল বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া। 

সূত্র: মার্কা, ইএসপিএন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments