Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলা৪ উইকেটের হার বাংলাদেশের

৪ উইকেটের হার বাংলাদেশের

বোলিংয়ে দাপট দেখিয়েও রান স্বল্পতায় হারলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগারদের ৪ উইকেটে পরাস্ত করলো নিউজিল্যান্ড। সিলেট টেস্ট বাংলাদেশ জেতায় সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলো।

আজ মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ১৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। কিউইদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন গ্লেন ফিলিপস। ৪৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। মিচেল স্যান্টনার ৩৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া টম ল্যাথাম ২৬, ড্যারিল মিচেল ১৯ এবং কেইন উইলিয়ামসন ১১ রান করেন। বাকি তিন ব্যাটারের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ১৫.৪ ওভারে ৫১ রান খরচ করেন তিনি। দুই উইকেট পান তাইজুল ইসলাম।

একটি উইকেট নেন শরিফুল ইসলাম।

বোলিংয়ে ছন্দ দেখিয়েও হারের শঙ্কায় বাংলাদেশ 

বোলিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৬৯ রানেই তুলে নিয়েছে ৬টি উইকেট। তবুও জয়ের সুবাস পাচ্ছে না টাইগাররা। গ্লেন ফিলিপস এবং মিচেল স্যান্টনার জুটির দৃঢ়তায় হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ৩৩.২ ওভার শেষে ১০৬ রান কিউইদের। জয়ের জন্য প্রয়োজন ৩১ রান। আর বাংলাদেশের দরকার ৪ উইকেট।

৫১ রানে পাঁচ উইকেট নেই নিউজিল্যান্ডের

টাইগার বোলারদের তোপে মুখ থুবড়ে পড়ছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ১৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫১ রান তুলতেই ৫ উইকেট হারালো কিউইরা। ৬০ বলে ২৬ করে টম ল্যাথাম আউট হওয়ার পর ২ রানে ফিরলেন টম ব্লান্ডেল। ২৩.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৮ রান নিউজিল্যান্ডের। জয়ের জন্য ৭৯ রান দরকার কিউইদের।

কিউইদের চেপে ধরেছে টাইগাররা

দলীয় ৩৩ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড। ১৪.১ ওভারে হেনরি নিকোলসকে (৩) ফেরালেন মেহেদী হাসান মিরাজ। ১৪.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান নিউজিল্যান্ডের। জয়ের জন্য কিউইদের প্রয়োজন ১০৩ রান।

উইলিয়ামসনকে ফেরালেন তাইজুল

শরিফুল ইসলামের পর উইকেটের দেখা পেলেন তাইজুল ইসলাম। নিউজিল্যান্ডের দলীয় ২৪ রানে ফেরালেন কেইন উইলিয়ামসনকে। ৯.৫ ওভারে টাইগার স্পিনারের শিকার হওয়ার আগে ১১ রান করেন তিনি।

প্রথম আঘাত শরিফুলের 

মিরপুর টেস্টে বাংলাদেশের দেয়া ১৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪.২ ওভারে কিউই ওপেনার ডেভন কনওয়েকে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩ রান নিউজিল্যান্ডের। জয়ের জন্য ১১৩ রান দরকার কিউইদের।

জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 

চতুর্থ ইনিংসে লিডটা খুব বেশি বড় করতে পারেনি বাংলাদেশ। ১৪৪ রানেই গুটিয়ে গেছে তারা। সর্বোচ্চ ৫৯ রান করেন জাকির। জয়ের জন্য নিউজিল্যান্ডের এখন প্রয়োজন ১৩৭ রান।

১১২ রানে নেই বাংলাদেশের ৮ উইকেট 

চলমান ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১১২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা। তবে একপাশ আগলে লড়ছেন ওপেনার জাকির হাসান। ৮১ বলে ৫৭ রানে ব্যাটিং করছেন তিনি। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২১ রান।

সকালের শুরুতেই মুমিনুলকে হারালো বাংলাদেশ 

আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই মুমিনুল হক সৌরভকে হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের  বলে লেগ বিফোর উইকেটে হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১০ রান। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান।

এর আগে গতকাল বৃষ্টি বাঁধা কাটিয়ে খেলা মাঠে ফিরলেও পুরোপুরো হয়নি। নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগারররা ৩৮ রান তুললে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি, বিকাল ৪.১২ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments