Monday, April 15, 2024
spot_img
Homeখেলাধুলা৪৪ বছর পর অস্ট্রেলিয়াকে গ্র্যান্ড স্লাম এনে দিলেন বার্টি

৪৪ বছর পর অস্ট্রেলিয়াকে গ্র্যান্ড স্লাম এনে দিলেন বার্টি

উন্মুক্ত যুগে অ্যাশলে বার্টিসহ মাত্র ৬ জন স্বাগতিক প্রতিযোগী উঠতে পেরেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। ১৯৮০ সালে সবশেষ এই কৃতিত্ব দেখান ওয়েন্ডি টার্নবুল। সেবার রানার্সআপ হয়েছিলেন টার্নবুল। তবে টার্নবুল যা পারেননি বার্টি সেটি করে দেখালেন। ১৯৭৮ সালের পর প্রথম স্বাগতিক টেনিস তারকা (নারী ও পুরুষ একক মিলিয়ে) হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়লেন তিনি। ৪৪ বছর আগে শেষবার নারী এককে জিতেছিলেন ক্রিস ও’নিল।
ক্যারিয়ারে এর আগে দু’বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে খেলেও ফাইনালে উঠতে পারেননি স্বাগতিক তারকা বার্টি। তৃতীয়বারের প্রচেষ্টায় সফল হন তিনি।সেমিতে হারান ম্যাডিসন কিসকে। ২০২২ সালে সিঙ্গেলসে কোনো ম্যাচ না হারা বার্টি ফাইনালেও অপ্রতিরোধ্য, পাত্তাই দেননি ড্যানিয়েলে কলিনসকে। প্রথম গেমে নাম্বার ওয়ান তারকা বার্টি জেতেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস দেন ২৭তম বাছাই কলিনস। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ (৭/২) গেমে জিতে ইতিহাস গড়েন বার্টি।
২৫ বছর বয়সী বার্টি এর আগে একবার করে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ২০১৯-এ ফ্রেঞ্চ ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ নেন তিনি। একই বছর জেতেন ট্যুর ফাইনালস। গত বছর উইম্বলডনে পান দ্বিতীয় গ্র্যান্ড স্লাম সাফল্য। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আনন্দ নিঃসন্দেহে বাকিগুলোকে ছাড়িয়ে গেছে।
রড লেভার এরেনায় স্বাগতিক দর্শকদের সামনে রুদ্ধশ্বাস ১ ঘণ্টা ১৫ মিনিটের লড়াই শেষে বার্টি হাতে ওঠে আরাধ্য ট্রফিটা। জয়ের পর এই টেনিস তারকা বলেন, ‘এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো। একজন অজি হিসেবে আমি আজ গর্বিত।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments