Wednesday, June 12, 2024
spot_img
Homeখেলাধুলা৪১ বছর বয়সেও সাম্বার ঝলকে রোনালদিনহোর হ্যাটট্রিক!

৪১ বছর বয়সেও সাম্বার ঝলকে রোনালদিনহোর হ্যাটট্রিক!

ফুটবল মাঠে আবারও দেখা গেল সাম্বার ঝলক। সবুজ ঘাসের ওপর পায়ের জাদু দেখালেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। বয়স হয়ে গেছে ৪১। ব্যক্তিগত জীবনেও আছে নানা সমস্যা। বেপরোয়া জীবনযাপনের কারণে আর্থিক টানাপোড়েনও আছে। গত বছর তো প্যারাগুয়েতে গিয়ে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে জেলে পর্যন্ত যেতে হয়েছিল!

সেই রোনালদিনহোকে আবারও দেখা গেল ফুটবল মাঠে। ব্রাজিলে একটি প্রদর্শনী ম্যাচে রোনালদিনহো রীতিমতো হ্যাটট্রিক করে ফেলেছেন! ফুটবল থেকে অনেকদিন আগেই অবসর নিয়েছেন। কিন্তু পায়ের কাজ যে এখনও ভোলেননি, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তিন গোলের মাঝে শেষটি ছিল দর্শনীয় চিপে করা। তাকে দেখতে মাঠে যাওয়া দর্শকদেরও হৃদয় ভরে যায়।

২০১৫ সালে ফুটবলকে বিদায় জানান রোনালদিনহো। তার আগে পিএসজি, বার্সেলোনা, এসি মিলানের মতো বিখ্যাত ক্লাবে খেলেছেন। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জেতার পিছনে মূল কাণ্ডারি মনে করা হয় রোনালদিনহোকে। সেই সময় তার পায়ের শিল্প, সাম্বার ঝলক মুগ্ধ করেছিল সারা বিশ্বকে। প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পাওয়ার পর রোনালদিনহো আপাতত সামাজিক কাজেই ব্যস্ত আছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments