থিয়ানহুই-৬ জোড়া ভূ-উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠানোর মাধ্যমে চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি (সিএএসটি) ৪০০তম মহাকাশযান উৎক্ষেপণের মাইলফলক স্পর্শ করেছে গত শুক্রবার।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ভূ-উপগ্রহ দুটিকে লং মার্চ-৪সি ক্যারিয়ার রকেটে মহাকাশে পাঠানো হয়। ভৌগলিক ম্যাপিং, ভূমি সম্পদ জরিপ, বৈজ্ঞানিক পরীক্ষা এবং অন্যান্য কাজে ব্যবহার করা হবে ভূ-উপগ্রহ দুটিকে।
২০২৩ সালে চায়না এরোস্পেস সাইন্স এন্ড টেকনোলজি করপোরেশনের (সিএএসসি) ৬০টি মহাকাশ মিশনে ২০০ মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী এ বছরের মধ্যেই লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজ ৫০০তম মহাকাশ মিশনে এর নাম লেখাবে।
সিএএসসি বলছে, চলতি বছর পেইতৌ-৩ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের জন্য তিনটি ব্যাকআপ স্যাটেলাইটও মহাকাশে পাঠানোর পরিকল্পনা আছে তাদের। সূত্র: গ্রোবাল টাইমস।