Thursday, June 1, 2023
spot_img
Homeবিচিত্র৩ মাসের সাজার ভয়ে পালিয়ে ছিলেন ১৭ বছর!

৩ মাসের সাজার ভয়ে পালিয়ে ছিলেন ১৭ বছর!

৩ মাসের সাজা এড়ানোর জন্য দীর্ঘ ১৭ বছর পালিয়ে বেড়িয়েছেন সালাম উদ্দিন সরদার। কিন্তু শেষ রক্ষা হলো না। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
 
মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ছালাম উদ্দিন সরদার ওই এলাকার মৃত হাকিম উদ্দিন সরদারের ছেলে।
 
গোয়ালন্দ ঘাট  থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৬ সালে রাজবাড়ী জেলা ও যুগ্ম  দায়রা জজ  আদালতের বিচারক নাবালক শিশু অধিকার ও তার খোরপোশ আইনের মামলায় ছালাম উদ্দিন  সরদারকে ৩ মাসের  কারাদণ্ড দেন। তবে মামলার রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন।

মামলার বাদী হাফিজা সুলতানা বলেন, ২০০১ সালে তৎকালীন সৌদি প্রবাসী মো. ছালাম উদ্দিন সরদারের সঙ্গে তার বিবাহ হয়। একটি কন্যা হওয়ার পর ২০০৬ সালে তিনি আমাকে তালাক দেন। আমি নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা দায়ের করি। পারিবারিক আদালতে নাবালক শিশু কন্যাসন্তানের খোরপোশ না করার কারণে আদালত তাকে ৩ মাসের সাজা প্রদান করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments