Thursday, November 30, 2023
spot_img
Homeজাতীয়৩ টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ

৩ টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ

মন্ত্রিসভার তিন জন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা হলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তারাও পদত্যাগপত্র জমা দিয়েছেন।  গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে। নিয়ম অনুযায়ী- পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রেসিডেন্টের কার্যালয়ে যাবে। তিনি সেটি গ্রহণ করলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, টেকনোক্রেট মন্ত্রী ও উপদেষ্টারা নির্বাচনকালীন সরকারে থাকবেন না।

বর্তমানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতি বা উপ-মন্ত্রী মিলিয়ে মন্ত্রিসভায় রয়েছেন মোট ৪৮ জন। তিনজনের পদত্যাগের পর মন্ত্রিসভার আকার দাঁড়াবে ৪৫ জন। এর আগে ২০১৮ সালের ৬ই নভেম্বর টেকনোক্রেট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তাদের পদত্যাগের পর নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল।

এবার নির্বাচনের তফসিল ঘোষণার চারদিন পর টেকনোক্রেট মন্ত্রীরা পদত্যাগ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments