যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর নিহতের ঘটনায় কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) যুগ্ম সচিব সৈয়দ নুরুল বাসির গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। বুধবার তিনি বলেন, ‘শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যাকাণ্ডে কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি।’এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে গ্রেপ্তার কর্মকর্তাদের দুপুরে আদালতে সোপর্দ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আবুল লাইছ বলেন, তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়নকেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আজ আরও সাতদিন সময় চাওয়া হয়েছে।অপরদিকে বুধবার মামলার তদন্তকারি কর্মকর্তা ইন্সপেক্টর রকিবুজ্জামান পাঁচ দিনের রিমান্ড শেষে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ ও প্রশিক্ষক শাহনুর আলমকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। বিচারপতি সাইফুদ্দিন হুসাইন তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামি পক্ষের কেউ জামিন আবেদন করেনি।গেল বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ মারামারির ঘটনায় ৩ কিশোর নিহত ও ১৪ জন আহত হয়।