ইলন মাস্কের কম্পানি স্পেসএক্সের নির্মিত স্যাটেলাইট স্টারলিঙ্ক এখন ৩২টি দেশে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য প্রস্তুত। স্পেসএক্সের অফিশিয়াল টুইটার পেজ থেকে বিষয়টি জানানো হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, ইউরোপের অধিকাংশ দেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেবে স্টারলিঙ্ক স্যাটেলাইট। অচিরেই এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা নিতে প্রয়োজন হবে—একটি স্যাটেলাইট অ্যান্টেনা ডিশ, একটি স্ট্যান্ড, পাওয়ার সাপ্লাই বা বিদ্যুৎ, ওয়াইফাই রাউটার। নতুন অর্ডার করলে এই কিটের দাম পড়বে ৫১ হাজার ৯১৩ টাকা। আবার প্রতি মাসে সার্ভিস চার্জ দিতে হবে সাড়ে ৯ হাজার ডলার। পোর্টেবিলিটি বা বহন করার সুবিধা চাইলে প্রতি মাসে আরো ২ হাজার ১৬৬ টাকা যোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে এই গতি আহামরি কিছু নয়। প্রতি সেকেন্ডে ডাউনলোডের গতি ১০৪.৯৭ মেগাবিট। তবে স্টারলিঙ্ক স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গতিও। কমবে ইন্টারনেট ব্যবহারের খরচও। সূত্র : এনগ্যাজেট