Friday, July 26, 2024
spot_img
Homeধর্ম৩০ বছর অপেক্ষা শেষে ফিলিস্তিনি নারীর হজের স্বপ্ন পূরণ

৩০ বছর অপেক্ষা শেষে ফিলিস্তিনি নারীর হজের স্বপ্ন পূরণ

ফিলিস্তিনি নারী রাইদা আবদুল গনির তিন দশকের অপেক্ষার অবসান হয়েছে অবশেষে। হজ লটারিতে নিজের নাম দেখে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এই বৃদ্ধা নারীর।

শনিবার আল আখবার চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ফিলিস্তিনি গ্রামের বাসিন্দা রাইদা আব্দুল গনি। যিনি বছরের পর বছর হজের স্বপ্ন দেখতেন এবং প্রতি বছর অপেক্ষায় থাকতেন যে, কবে তার হজ আদায়ের সৌভাগ্য হবে।

এক টিভি সাক্ষাৎকারে রাইদা আব্দুল গনি বলেন, লটারিতে যখন আমার নাম দেখলাম, তখন আমি বিশ্বাস করতে পারিনি। এটি এমন এক স্বপ্ন ছিল, যা বাস্তবায়নের জন্য আমি বিগত ৩০ বছর অপেক্ষা করেছি। সবসময় ভাবতাম যে জীবনে হজের সুযোগ পাবো কিনা। অবশেষে সেই দিন এসেই গেল, এতো বছর যার অপেক্ষায় ছিলাম।

রাইদা আব্দুল গনির সাথে হজের সফরে থাকবেন তার মেয়ে জিহাদ। তিনি বললেন, পুরো এলাকায় শুধুমাত্র আমার মায়ের নাম-ই হজ লটারিতে এসেছে।

তিনি বলেন, মা সবসময় হারামাইনের ভূমি ও বায়তুল্লাহ তাওয়াফের জন্য অপেক্ষা করতেন। খুশি লাগছে যে, মায়ের স্বপ্ন বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে এবং তিনি এ বছর হজ আদায় করবেন।

সূত্র : উর্দু নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments