Sunday, September 24, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তি২ বছরের মধ্যে বহু মানুষকে হত্যা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

২ বছরের মধ্যে বহু মানুষকে হত্যা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ম্যাট ক্লিফোর্ড পরামর্শ দিয়েছেন। বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) এত বেশি শক্তিসম্পন্ন হয়ে উঠতে পারে যে, মাত্র দু’বছরের মধ্যে তা বহু মানুষকে হত্যা করবে। এসব কথা কল্পবিজ্ঞানে এতদিন বলাবলি হয়েছে। সেখানে মানুষ এবং রোবটকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে উন্নত বিশ্বের একজন উপদেষ্টা ওই প্রধানমন্ত্রীকে সে বিষয়েই পরামর্শ দিয়েছেন। 

ম্যাট ক্লিফোর্ড বলেছেন, স্বল্পমেয়াদী যেসব ঝুঁকি আছে তাও বেশ ভীতিকর। কারণ, সাইবার এবং জীবাণুঅস্ত্র তৈরির ক্ষমতা আছে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের। এসব জীবাণু অস্ত্রে মৃত্যু হতে পারে অনেক মানুষের। ঋষি সুনাক যখন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তখন এই সতর্কতা দিলেন ক্লিফোর্ড। বৃটেন আন্তর্জাতিক এআই রেগুলেশনের কেন্দ্র হতে চায়। এই মহাপরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সম্মত করাতে ঋষি সুনাক যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। 

বৃটিশ প্রধানমন্ত্রী চান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মতো কৃত্রিম বুদ্ধিমত্তা তদারকির জন্য একটি পর্যবেক্ষক সংস্থাকে স্বাগত জানাতে।

একই সঙ্গে নতুন একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রস্তাবও দেবেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, ১০ ডাউনিং স্ট্রিটের ওই উপদেষ্টা বলেছেন, বৈশ্বিক মাত্রার ভিত্তিতে যদি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এই সিস্টেম অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে, যা নিয়ন্ত্রণ করতে মানবজাতিকে সংগ্রাম করতে হবে। সম্প্রতি কয়েক ডজন শীর্ষ বিশেষজ্ঞ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক প্রবক্তা সতর্ক করেছেন। তারা বলেছেন, মহামারি অথবা পারমাণবিক যুদ্ধের মতোই গুরুত্ব দিয়ে প্রযুক্তি খাতের ঝুঁকির বিষয়ে গুরুত্ব দিতে হবে। তারা এ বিষয়ে চিঠিও লিখেছেন। এরপর ম্যাট ক্লিফোর্ড বৃটিশ প্রধানমন্ত্রীকে ওই সতর্কতা দিয়েছেন। 

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গডফাদার বলা হয় জিওফ্রে হিন্টনকে। ওই চিঠিতে তিনিসহ স্বাক্ষর করেছেন গুগল ডিপমাইন্ড এবং অ্যানথ্রোপিকের সিনিয়র বসরা। এ মাসের শুরুর দিকে গুগল থেকে চাকরি ছেড়ে দিয়েছেন হিন্টন। সতর্কতা দিয়ে বলেছেন, যদি ভুল হাতে পড়ে তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবতাকে ধ্বংস করে দিতে পারে। 

ঋষি সুনাককে সরকারের একটি টাস্কফোর্সের বিষয়ে পরামর্শ দিয়েছেন ক্লিফোর্ড। ওই টাস্কফোর্সের কাজ চ্যাটজিপিটি এবং গুগলবার্ডের মতো কৃত্রিম বৃদ্ধিমত্তার মডেল নিয়ে গবেষণা করা। তিনি টকটিভিতে বলেন, ঝুঁকিটা প্রকৃতপক্ষেই বিপজ্জনক। জীবাণু অস্ত্র তৈরির নতুন রেসিপি হিসেবে এখন আপনি ব্যবহার করতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা বড় আকারে সাইবার হামলা চালাতে তা ব্যবহার করতে পারেন। এসবই খারাপ জিনিস।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments