গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। এরমধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ ৭ জন, বগুড়ার কাহালু ও শেরপুরে ৮ জন, পাবনায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী এক পরিবারের ৩ জন, সিরাজগঞ্জে ৩ জন, গাজীপুরে ২ জন, ফটিকছড়িতে একজন ও কাওরানবাজারে একজন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঈদে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলো ১ম শ্রেণীর ছাত্রী সাদিয়া ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সুমন। ঈদ শেষে মায়ের সাথে বাড়ি ফিরছিলো ওরা। কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা অংশের দুর্ঘটনাময় সেই মহাসড়ক পার হতে পারলো না ওরা। উত্তরবঙ্গগামী দ্রুতগতির একটি বাস পিষ্ট করে যায় ওদের। শনিবার (১৬ই জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের ওই অংশ দিয়ে মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল দুই শিশু। সেসময় ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী দ্রুতগতির একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় সাদিয়ার ভাই সুমন ও মা পারভীন আক্তারকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।
এদিকে এ সড়ক দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী।