গ্রন্থ পর্যালোচনা
‘কুরআন ও হাদীসের আলোকে ২৪ ঘণ্টার সুন্নাতী আমল নেকী আর নেকী’ একটি সুন্নতবিষয়ক প্রয়োজনীয় বই। মুসলিমরা যেন পার্থিব জীবনে পরকালের সঞ্চয়ে সমৃদ্ধ হয় এবং পরকালে তার মুক্তি সহজ হয় সে জন্য বইটিতে আছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। আর দুনিয়াবি সঞ্চয় যতটা না জরুরি, তার চেয়ে কোটি গুণ জরুরি হচ্ছে পরকালীন সঞ্চয়। যেখানে সবচেয়ে বেশি মূল্য হবে নেকির। একেকটি নেকির জন্য মানুষ হাহুতাশ করতে থাকবে। সুতরাং ঈমানদারদের জন্য দুনিয়ায় সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান বিষয় হচ্ছে নেকি বা সওয়াব। এ বইয়ে ২৪ ঘণ্টার আমলে সর্বোচ্চ পরিমাণ নেকি অর্জন করা যায়—এমন আমলগুলো বাছাই করা হয়েছে।
মহান আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তারা আল্লাহর রাসুল (সা.)-কে অনুসরণ কোরো, ফলে আল্লাহ তাআলা নিজেই তোমাদের ভালোবাসবেন। তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ অধিক ক্ষমাশীল ও দয়ালু। রাসুল (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতই হচ্ছে জান্নাতের পথ। ঈমানদারের জীবনের প্রতিটি দিনে, প্রতিটি ক্ষণে আছে সুন্নতের আলোকময় আমল। বইটি সেসব সুন্নতের ওপর আমলকে সহজ করবে। বইটি সংগ্রহের জন্য যোগাযোগ করুন : মোহাম্মদ আব্দুল কাদের, মুঠোফোন : ০১৮১৯৪১২৮৬১