Thursday, June 8, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USA২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর জন্য শান্তি আলোচনায় সভাপতিত্ব করবেন তিনি। কিন্তু কিভাবে যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে ব্যাখ্যা করতে অস্বীকৃতি জানান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের শেষ পর্যন্ত যদি এই যুদ্ধ না থামে এবং তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে শান্তি প্রতিষ্ঠায় তার মাত্র একদিন সময় লাগবে। বিস্তারিত ব্যাখ্যা না করে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং তার মধ্যে আলোচনা হবে সহজ। তাতে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে তিনি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে ফেলবেন। এক্ষেত্রে সমঝোতায় পৌঁছা অনেক সহজ হবে। তার ভাষায়, কিভাবে হবে, সেটা আমি বলতে চাই না। তবে সমস্যা সমাধানে খুব সহজ একটি সমঝোতা হতে পারে।

তাদের মধ্যে শান্তি স্থাপনে মাত্র একদিন সময় নেবো। তিনি বর্তমান চলমান সময়ের সমঝোতা চেষ্টা বা সমস্যা সমাধানের উদ্যোগের দিকে ইঙ্গিত করে বলেন, দেড় বছর ধরে সমঝোতা চলবে না। এটা অনেক দীর্ঘ সময়। এত সময় নিলে এই যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক আছে। সে বিষয়ে তিনি বলেন, ২০২০ সালে তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার নির্বাচিত হতেন, তাহলে ইউক্রেন যুদ্ধ হতো না। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments