ভারতের পশ্চিমবঙ্গের বাজারে এসেছে নতুন মোড়কে বাংলা মদ। চোলাই মদের অবৈধ কারবার প্রতিরোধে সস্তায় একগুচ্ছ ব্র্যান্ডের মদ আনা হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার থেকে রাজ্যের অনেক জেলাতেই বিভিন্ন সংস্থার এইসব দেশি মদ পাওয়া যাবে। বিদেশি মদের দামও কমেছে রাজ্যটিতে।
রাজ্যের আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, বাজারে এখন ৪৯টি ব্র্যান্ডের বাংলা মদ পাওয়া যাবে যেগুলির ৩০০ মিলিলিটারের বোতলের দাম ২৩ রুপি থেকে ৩০ রুপির মধ্যে। সবচেয়ে কম ২৩ রুপিতে পাওয়া যাবে ‘গ্যালাক্সি জোশ’ ব্র্যান্ডের বাংলা মদ।
আগেই জানা গিয়েছিল জঙ্গলমহলের মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ আনতে চলেছে রাজ্যের আবগারি দপ্তর। সেই অনুযায়ী দরপত্রও চাওয়া হয়েছিল। গরিব মদ্যপায়ীরা চোলাই মদের পরিবর্তে যাতে কম ঝুঁকির বাংলা মদের প্রতি আকৃষ্ট হন,সেজন্যই সস্তায় রাজ্যে তৈরির কথা বলা হয়েছিল সরকারি নির্দেশে। সেই অনুযায়ী বিভিন্ন সংস্থা দরপত্র দেয় এবং শেষ পর্যন্ত আবগারি দফতর ৪৯টি নতুন ব্র্যান্ডের দেশি মদের অনুমোদন দেয়।
আবগারি দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২০ সালের শীতেই পাউচ প্যাকে মহুয়ারে গন্ধ মেশানো বাংলা মদ আনার পরিকল্পনা ছিল। তখন ঠিক হয়েছিল, পাউচ প্যাকে ২০ রুপিতে বিক্রি হবে ২০০ মিলিলিটার বাংলা মদ। কিন্তু এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এবং কলকাতা হাই কোর্টে একটি মামলা হওয়ায় তা স্থগিত রাখা হয়। এ বার সেটাই হল একটু পরিবর্তিত আকারে।
ওই কর্মকর্তা আরো জানান, দাম ৩০ রুপির মধ্যে রেখে প্লাস্টিকের বোতলে ৭০ ডিগ্রির দেশি মদ বিক্রি হবে সরকারি অনুমোদনপ্রাপ্ত দোকান থেকে। আবগারি দফতর আশা করছে, এ ধরনের উদ্যোগে রাজ্য বেআইনি চোলাই মদের ব্যবসা কমানো যাবে। পাশাপাশি চোলাই মদে বিষক্রিয়ার মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনা থেকেও রেহাই পাওয়া যাবে। ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত এই সব ব্র্যান্ডের মদ উৎপাদন ও বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার।