Sunday, October 1, 2023
spot_img
Homeআন্তর্জাতিক২২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে নারী উদ্ধার

২২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে নারী উদ্ধার

১০ম দিনের মতো উদ্ধার অভিযান চলছে তুরস্ক ও সিরিয়ায়। গত ৬ই ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বহু হাজার মানুষ। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাঁচার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, কয়েক ঘণ্টায়ও নতুন কেউ জীবিত উদ্ধার হচ্ছে না। তবে ভূমিকম্পের ২২২ ঘণ্টা পর এক জীবিত নারী উদ্ধার হয়েছেন। তুরস্কের কাহরামানমারাস প্রদেশের অনিকিসুবাত জেলার বাসিন্দা ছিলেন তিনি। উদ্ধার হওয়া ওই নারীর নাম মেলিকে ইমামোগলু। তার বয়স ৪২ বছর। 
ডেইলি সাবাহ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে তার বেঁচে থাকার বিষয়টি আগেই টের পেয়েছিল উদ্ধারকারীরা। তাকে উদ্ধারের পর ওই এলাকায় সক্রিয় মেডিকেল টিমগুলোর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে তিনি সুস্থ ও স্থিতিশীল আছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments