Friday, July 26, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USA২১০ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্ক!

২১০ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্ক!

আকাশপথে লন্ডন ও নিউইয়র্কের দূরত্ব ৫ হাজার ৫৫৯ কিলোমিটার। বর্তমানে এই দূরত্ব অতিক্রম করতে ৭ থেকে সাড়ে ৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। কিন্তু বুম সুপারসনিক সংস্থা লন্ডন থেকে নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছানোর সময় কমিয়ে অর্ধেকে আনছে!

এই সংস্থা এমন একটি বিমানের নকশা তৈরি করেছে, যা মাত্র সাড়ে ৩ ঘণ্টায় ব্রিটেন থেকে সোজা যুক্তরাষ্ট্রে যাত্রীদের পৌঁছে দেবে। সংস্থাটি এ বিমানটির নাম রেখেছে ‘ওভারচার’। বিশ্বের দ্রুততম বিমান ‘৭৪৭’, ‘কনকর্ড’কেও গতিতে টপকে গেছে এই বিমানটি। বুম সুপারসনিক সংস্থার কর্মীরা মজার ছলে বলেছেন, ‘কনকর্ড ও ৭৪৭ বিমান দুটির সন্তান হলে তা ওভারচার হতো।’ অনেকে আবার এই বিমানকে ‘সন অব কনকর্ড’ হিসাবে উল্লেখ করেছেন। ওভারচারের স্বাভাবিক গতিবেগ ঘণ্টায় ২০৯২ কিলোমিটার। সংস্থার দাবি, ৫১ বার নকশা পরিবর্তন করার পর এই বিমানটির ২৬ মিলিয়ন ঘণ্টাব্যাপী সিমুলেশন টেস্ট এবং পাঁচটি উইন্ড টানেল টেস্ট করা হয়েছে। ২০২৬ সাল থেকে বিমানের উড্ডয়নের প্রক্রিয়া শুরু হবে। ২০২৯ সালে প্রথম যাত্রী নিয়ে উড়া শুরু করবে ওভারচার এমনই পরিকল্পনা রয়েছে সংস্থার। ৬০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত এই বিমানটি ৬০ থেকে ৮০ যাত্রী নিয়ে উড়তে সক্ষম। দ্য ইন্ডিপেনডেন্ট ইউকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments