Monday, May 20, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তি২০২৪ সালে এক লাখ ডলার ছাড়াবে বিটকয়েনের দাম!

২০২৪ সালে এক লাখ ডলার ছাড়াবে বিটকয়েনের দাম!

২০২৪ সালেও বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে। সর্বকালের সব রেকর্ড ভেঙে এই ক্রিপ্টোকারেন্সির দাম এক লাখ ডলারেও পৌঁছে যেতে পারে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের বরাত দিয়ে এমন খবর দিয়েছে সিএনবিসি।
খবরে জানানো হয়, এই ডিজিটাল মুদ্রার মূল্য এই বছর ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত শনিবার এক বিটকয়েনের দাম ছিল ৪৪ হাজার ২০০ ডলার। বছরের শুরুতে এই দাম ছিল মাত্র ১৬ হাজার ৫০০ ডলার। লেজারের সিইও প্যাসকেল গাউথিয়ার সিএনবিসিকে বলেন, ২০২৩ সালে বিটকয়েনের যে দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে, তার আসল রূপ এখনও আসা বাকি। আমরা ২০২৪ ও ২০২৫ সাল নিয়ে অত্যন্ত আশাবাদী।
এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম ৬৯ হাজার মার্কিন ডলারে উঠেছিল। এটিই মুদ্রাটির ইতিহাসের সর্বোচ্চ মূল্য। এরপর গত এক বছরে ক্রিপ্টো মার্কেট থেকে ১.৪ ট্রিলিয়ন ডলারের বিটকয়েন উধাও হয়ে যায়। ফলে দ্রুত পড়তে থাকে এর দাম।

তবে ২০২৩ এ এসে আবারও দাম বাড়তে শুরু করেছে বিটকয়েনের। গত মাসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও জানিয়েছে, ২০২৪ সালে বিটকয়েনের দাম এক লাখ ডলার ছুঁতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments