Friday, December 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তি২০২৪ সালে আসবে এনভিডিয়ারের আরো শক্তিশালী এআই চিপ

২০২৪ সালে আসবে এনভিডিয়ারের আরো শক্তিশালী এআই চিপ

এআইয়ের কাজের জন্য এইচ২০০ নিয়ে আসার ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা কম্পানি এনভিডিয়া। এটি বাজারে আসবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে। মেমোরি বাদে এইচ১০০-এর মতোই কাজ করবে এইচ২০০। প্রথমবারের মতো জিপিইউটিতে এইচবিএম৩ই স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে।

এর মাধ্যমে মেমোরি ব্যান্ডউইডথ ৪.৮ টেরাবাইটে নিয়ে যাওয়া সম্ভব হবে। এইচ১০০-এর মেমোরি ব্যান্ডউইডথ ছিল প্রতি সেকেন্ডে ৩.৩৫ টেরাবাইট। এইচ২০০-এর মেমোরি ১৪১ গিগাবাইট। এইচ১০০-এর মেমোরি ছিল ৮০ গিগাবাইট।
অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, ওরাকল তাদের ক্লাউড প্ল্যাটফরমে নতুন জিপিইউটি ব্যবহার করতে পারে। এর দাম সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি এনভিডিয়া। বর্তমানে এইচ১০০ বিক্রি হচ্ছে ২৫ হাজার ডলার থেকে ৪০ হাজার ডলারের মধ্যে। ফলে এইচ২০০-এর দাম ৪০ হাজার ডলারের ওপরে হবে বলেই ধারণা করা হচ্ছে।
এআই মডেলগুলোকে চালানোর জন্য বাজারে এআই চিপ এইচ১০০-এর তীব্র চাহিদা দেখা দিয়েছে। প্রযুক্তি বাজারে শক্তিশালী এই চিপের সংকট চলছে। এইচ২০০ চিপও সীমিত আকারে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এনভিডিয়া কোনো তথ্য দেয়নি।                 সূত্র : দ্য ভার্জ
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments