Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলা২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক ইস্যুতে উইঘুরদের বিক্ষোভ

২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক ইস্যুতে উইঘুরদের বিক্ষোভ

২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক ইস্যুতে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রে বাস করা উইঘুর তুর্কিরা। শনিবার হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভের সময় তারা চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এ অলিম্পিক বয়কটের আহ্বান জানান।

এ বিক্ষোভে অংশ নেয়া উইঘুর তুর্কিরা চীনা সরকারের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে গণহত্যা চালাচ্ছে চীনা সরকার।

এসব উইঘুর বিক্ষোভকারীরা পূর্ব তুর্কিস্তানের পতাকা বহন করছিলেন। এ সময় তারা শ্লোগান দিচ্ছিলেন যে পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা চাই এবং চীনা গণহত্যাকারীদের আয়োজিত এ শীতকালীন অলিম্পিক বয়কট করুন।

এ সময় উইঘুর বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সমালোচনা করেন। এছাড়া তারা বিভিন্ন মার্কিন গণমাধ্যম যেমন এনবিসি নেটওয়ার্কের সমালোচনাও করেছেন। কারণ, এসব মার্কিন গণমাধ্যমগুলো চীনের বেইজিং শীতকালীন অলিম্পিক সম্প্রচার করতে যাচ্ছে।

জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চলছে তার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তও দাবি করেছেন তারা।

সূত্র : আনাদোলু এজেন্সি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments