Friday, September 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তি১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের 

১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের 

ব্যয় কমানোর জন্য কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন। ইতোমধ্যে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। 

কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যান্ডি জেসি লিখেছেন, ১৮ জানুয়ারি থেকে ওই ছাঁটাই কার্যকর হবে। এতে কোম্পানির তিন লাখ কর্মীর প্রায় ৬ শতাংশ বাদ পড়বেন।

গত নভেম্বরে বড়সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল অ্যামাজন। তখন জানা যায়, কোম্পানির করপোরেট ও প্রযুক্তি বিভাগে কাজ করা প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানাল অ্যামাজন।

প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি বলেন, যারা ছাঁটাই হচ্ছেন, তাদের প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য বীমার সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা।

তিনি  জানিয়েছেন, ‘অনেক অনিশ্চিত ও কঠিন সময় পার করেছে অ্যামাজন। আশা করি, অতীতের মতো আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতি কাটিয়ে উঠব। 

তবে কোন অঞ্চলের এবং কোন বিভাগের কর্মী ছাঁটাই হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বলে অ্যামাজনের প্রধান নির্বাহী জানান, ইউরোপের যেখানে যেখানে প্রযোজ্য, সেখানে কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে কোম্পানি যোগাযোগ করবে। তবে অ্যামাজনের স্টোর অপারেশন, পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি দল থেকে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ব্যয় কমানোর জন্য নতুন কর্মী নিয়োগও স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি। বেশ কিছু ওয়্যার হাউসের সম্প্রসারণ কাজও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহৃত রোবট প্রকল্প বাতিলসহ ব্যবসার কিছু অংশ বন্ধেরও পদক্ষেপ নিয়েছে অ্যামাজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments