জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণের অপরাধে পাঁচ মাস বন্দী থাকার পর অবশেষে মুক্তি মিলেছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহোর। সোমবার আদালতের এক আদেশে আদালত তাকে মুক্তি দিয়েছে। পাসপোর্ট জাল করার অপরাধে গত মার্চে প্যারাগুয়েতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। প্রথম এক মাস কারাগারে ছিলেন তিনি। বাকি সময়টা প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের একটি হোটেলে গৃহবন্দী হিসেবে কাটিয়েছেন।
আত্মজীবনীর প্রচারণার কাজে গত ৪ মার্চ প্যারাগুয়ের একটি সংস্থা রোনালদিনহোকে আমন্ত্রণ জানিয়েছিল। রোনালদোর ভ্রমণসঙ্গী ছিলেন তার ভাই। জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণের অভিযোগে প্যারাগুইয়ান পুলিশ তাদের গ্রেপ্তার করে। এপ্রিল মাসে প্রায় ১৩ লাখ পাউন্ড জরিমানা দিয়ে কারাগারের অভিশাপ থেকে মুক্তি পান তারা। তবে একটি হোটেলে তাকে বন্দি হয়ে থাকতে হয়। সোমবার রোনালদোর সঙ্গে তার ভাইকেও ছেড়ে দেওয়া হয়েছে।
আদালত বলেছে, রোনালদিনহো নিজে পাসপোর্ট জাল করেননি। তার মাঝে অপরাধীর কোনো ছায়া নেই। কারামুক্তির পর রোনালদিনহোর বিদেশ সফরে কোনো বাধা থাকবে না। তবে স্থায়ী ঠিকানা বদল করলে অবশ্যই আদালতকে জানাতে হবে। তবে তার ভাই জাল পাসপোর্টের ব্যাপারে জানত বলে মন্তব্য করেছে আদালত। যে কারণে তাকে নিয়মিত রিও ডি জেনিরোর আদালতে হাজিরা দিতে হবে। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো। দুইবার ফিফা বর্ষসেরা হয়েছেন, একবার জিতেছেন ব্যালন ডি’অর।