ভারতে ১৬ বছর বয়স হলেই মুসলিম মেয়েরা বিয়ে করার অধিকার পাবেন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই মর্মে একটি রায় দিয়েছে। হাইকোর্টের বিচারপতি যশজিৎ সিং এর বেঞ্চ সম্প্রতি ২১ ও ১৬ বছরের এক মুসলিম তরুণ-তরুণীর বিয়ে নিয়ে মামলায় এই রুলিং দিয়েছে। এই দম্পতি আদালতে অভিযোগ জানায় যে, তাদের বিয়ে বৈধ হলেও দুই পরিবারই সমস্যা সৃষ্টি করছে। পাঠানকোট পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই, তারা আদালতের দ্বারস্থ হয়েছে। বিচারপতি যশোজিৎ সিং সমস্ত দিক বিবেচনা করে জানান, মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিম মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ১৬ ধার্য করেছে। ১৬ বছর বয়স হলেই কোনো মেয়ে স্বেচ্ছায় বিয়ে করতে পারবে। তিনি পাঠানকোটের এসপিকে নির্দেশ দেন এই দম্পতিকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়ার জন্য।