Monday, March 20, 2023
spot_img
Homeবিনোদন১৬ বছর বয়সী রিয়্যালিটি শো তারকার আত্নহত্যা

১৬ বছর বয়সী রিয়্যালিটি শো তারকার আত্নহত্যা

আত্মঘাতী হলেন আমেরিকার জনপ্রিয় রিয়্যালিটি শো তারকা কাইলিয়া পোসে। ওয়াশিংটনের বিচ বে স্টেট পার্ক থেকে উদ্ধার করা হয়েছে ১৬ বছর বয়সি কিশোরীর মৃতদেহ। ঘটনাস্থল থেকে কানাডা সীমান্ত কয়েক কিলোমিটার দূরে। কাইলিয়া শুধু রিয়্যালিটি শো তারকাই ছিলেন না। ওই শো চলাকালীন তার ‘গ্রিনিং গার্ল’ একটি মিমও ভাইরাল হয়। ২০১২ সালে তার মিমের জন্যই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। নেটমাধ্যমে কাইলিয়ার আত্মহত্যার খবর জানান তার মা। তিনি লেখেন, আমার কোনও ভাষা নেই। একটি সুন্দর বাচ্চা মেয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা কাইলিয়ার জন্য শোক পালন করছি দয়া করে আমাদের গোপনীয়তা রক্ষা করবেন।
কাইলিয়ার মা মার্সি জানান, ছোট থেকেই উচ্চাকাঙ্ক্ষী ছিল কাইলিয়া। অনেক পুরস্কার জিতেছে। সম্প্রতি হাইস্কুলের চিয়ারলিডার টিমে নির্বাচিতও হয়েছিল। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত এক অবিশ্বাস্য মুহূর্তে কাইলিয়া নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কাইলিয়ার স্মৃতির উদ্দেশে তার পরিবার একটি তহবিল সংগ্রহ করছেন যা আত্মহত্যা প্রবণ ব্যক্তিদের সঠিক পথে আনতে সাহায্য করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments