ভারতের অযোধ্যায় সরকার প্রদত্ত ভূমিতে বাবরি মসজিদের সমান একটি দৃষ্টিনন্দন মসজিদ হবে বলে জানিয়েছেন জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার অধ্যাপক প্রকৌশলী এস এম আখতার। তিনি মসজিদের নকশা করার দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, ‘প্রকল্পের দায়িত্ব লাভের মাধ্যমে সমাজের সেবা করা যাবে। ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে ভেঙে ফেলা বাবরি মসজিদের ক্ষতিপূরণ হিসেবে সুন্নি ওয়াক্ফ বোর্ডকে অযোধ্যার ধান্নিপুর গ্রামে পাঁচ একর জমি দেওয়া হয়েছে। যেখানে মসজিদসহ একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে। যার মধ্যে আছে হাসপাতাল, গবেষণাকেন্দ্র, কমিউনিটি কিচেন ও জাদুঘর। অধ্যাপক আখতার বলেন, ইসলামী ও ভারতীয় স্থাপত্যরীতি এবং আধুনিকতার সমন্বয়ে নকশা করা হবে কমপ্লেক্সের। ১৫ হাজার স্কয়ার ফিটের নতুন মসজিদের নকশা হবে সম্পূর্ণ ভিন্ন ও দৃষ্টিনন্দন। সূত্র : দ্য প্রিন্ট