Friday, March 24, 2023
spot_img
Homeখেলাধুলা১৫ লাখ টাকা পুরস্কার পেলেন ইমরান

১৫ লাখ টাকা পুরস্কার পেলেন ইমরান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে তাক লাগিয়ে দেন ইমরানুর রহমান। এশিয়ার মঞ্চে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ায় তাকে সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ইমরানকে ১০ লাখ টাকা তুলে দিয়েছেন ফেডারেশন সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া। এ ছাড়া এনআরবিসি ব্যাংক উপহার দিয়েছে পাঁচ লাখ টাকা। সব মিলিয়ে ১৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ইমরান।

সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘ইমরান আমাদের গর্বিত করেছে। তাকে নিয়ে আমরা আনন্দিত। এখন থেকে সে যখন দেশে আসবে তখন তরুণদের নিয়ে কিছুদিন ক্যাম্প করবে। তাতে তরুণরা তার কাছ থেকে অনুপ্রেরণা পাবে।’ এ ব্যাপারটি খুব ইতিবাচক হিসেবে নিয়েছেন ইমরান। তিনি বলেছেন, ‘এ রকম হলে খুবই ভালো হবে। তরুণরা শিখতে পারবে।’

শেখ কামাল অডিটরিয়ামে এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments