Friday, July 26, 2024
spot_img
Homeবিনোদন১০ দিনে হৃতিক-দীপিকার ‘ফাইটার’র আয় ২৫৮ কোটি

১০ দিনে হৃতিক-দীপিকার ‘ফাইটার’র আয় ২৫৮ কোটি

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বলিউড সিনেমা ‘ফাইটার’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। শুধু ভারতের ৪ হাজার ২০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। তবে যতোটা প্রত্যাশা ছিল সে অনুযায়ী জমল না বক্স অফিস। ‘ফাইটার’ সাফল্যের সঙ্গে ফাইট করতে গিয়ে বেশ ভালো খাবি খাচ্ছে। মুক্তির ১০ দিন পেরিয়ে গেলেও ৩০০ কোটির ক্লাবে যেতে পারেনি সিনেমাটি।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ২৪.৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৪১.২ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ২৭.৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৩০.২ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৮ কোটি রুপি। ‘ফাইটার’ ৬ষ্ঠ দিনে আয় করেছে ৬.৭৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৬ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ৫.৫ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৫.৫ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ১০ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৫.৩৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২৬৬.৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩৫১ কোটি ৮৭ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, ‘ফাইটার’ ভারতে আয় করেছে ১৮২.৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২৫৮.৭৫ কোটি রুপি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারভীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

অ্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির আগেই বিতর্কে জড়ায়। প্রথমত, আপত্তিকর দৃশ্যসহ বেশ কিছু কারণে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে। দ্বিতীয়ত, মুক্তির দু’দিন আগে গলফ করপোরেশন কাউন্সিল ভুক্ত পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয় সিনেমাটি। তারপরও অগ্রিম টিকিট বিক্রি করে আলোচনার জন্ম দেয়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে; সময়ের সঙ্গে আয়ের পরিমাণ ওঠা-নামা করছে। মাঝে টানা কয়েক দিন আয় কম থাকলেও গতকাল তা বেড়েছে।

২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। সিনেমাটিতে হৃতিক রোশনকে স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটি হিসেবে দেখা গেছে। দীপিকা পাড়ুকোনের চরিত্রের নাম স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর, ওরফে মিন্নি এবং অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং হিসাবে উপস্থিত হয়েছেন, যিনি রকি নামে পরিচিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments