Sunday, September 24, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USA১০ জনকে গুলি করে হত্যাকারীকে অভিযুক্ত করলেন বিচারকরা

১০ জনকে গুলি করে হত্যাকারীকে অভিযুক্ত করলেন বিচারকরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে ১০ জনকে গুলি করে হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন পেইটন জেনড্রনের বিরুদ্ধে অভিযোগ আনার পক্ষে ভোট দিয়েছেন এইরি কাউন্টির গ্র্যান্ড জুরি।

বৃহস্পতিবার জেনড্রনকে আদালতে হাজির করা হয়। এরই মধ্যে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে। খবর ফোর্বসের।

ওই হামলা বিদ্বেষমূলক অপরাধ ও সন্ত্রাসবাদ কিনা তা নিয়েও তদন্ত চলছে। হামলার আগে জেনড্রন সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ক পোস্ট করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গত ১৪ মে বাফেলোর একটি শপিংমলে বন্দুক হামলা চালিয়ে ১০ কৃষ্ণাঙ্গকে হত্যা ও তিনজনকে আহত করেন ১৮ বছর বয়সি বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী জেনড্রন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পেইটন জেনড্রনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

আদালতে পুরো সময় নীরব ছিলেন জেনড্রন। এ সময় অনেকেই আদালতের বাইরে অবস্থান নিয়ে ওই ঘটনার বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ জানান।

বৃহস্পতিবার শুনানি শুরুর কিছু পরেই তা স্থগিত করা হয়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ৯ জুন। তদন্ত কর্মকর্তারা বলছেন, হামলার দিন ৩ ঘণ্টা গাড়ি চালিয়ে বাফেলোর টপস নামক ওই শপিংমলে যান জেনড্রন।

এ ঘটনাকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ও বর্ণবিদ্বেষ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেন একে দেশীয় সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন।

এদিকে এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন জেনড্রন। আদালতে এ ব্যাপারে আবেদন জানিয়েছেন তার আইনজীবী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments