Wednesday, October 4, 2023
spot_img
Homeখেলাধুলাহ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়ার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দারুণ কিছু করবে বাংলাদেশ-এটা যেন প্রত্যাশিতই ছিল। অন্তত শুরুটা হলো তেমনই দাপুটে। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইয়াং টাইগ্রেসদের বিপক্ষে কোনো রকমে একশ পেরিয়েছে যুক্তরাষ্ট্রের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে দিশা বিশ্বাসদের দারুণ বোলিংয়ের সামনে ৩ উইকেট হারিয়ে ১০৩ রানের মামুলি একটা সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ১৫ বল হাতে রেখে মাত্র পাঁচ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাঁচ উইকেটের এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে উঠলো বাংলাদেশ।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছিল দিশা বিশ্বাসের দল। এক ম্যাচ হাতে রেখেই সুপার সিক্স পর্ব নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেকটাই নির্ভার হয়ে খেলতে নামে লাল-সবুজের দল। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই ইউএসএ ব্যাটারদের কোণঠাসা করে রাখে মারুফা ও দিশা জুটি। দু প্রান্ত থেকে চেপে ধরার পুরস্কারও আসে হাতেনাতে। ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম ব্রেকথ্রু এনে দেন টাইগ্রেস অধিনায়ক দিশা।

অর্থির হাতে ক্যাচ দিয়ে ফেরেন লাসা মুলাপুডি। ১২ বলে ৫ রান করেন উদ্বোধনী এ ব্যাটার।
প্রথম আঘাতের পর দ্বিতীয় উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। যুক্তরাষ্ট্রের ব্যাটাররা স্কোরবোর্ডে রানের চাকা সচল না রাখতে পারলেও উইকেট অক্ষত রেখেছিলেন ঠিকই।
তবে ১৫তম ওভারে আবারও জোড়া উইকেট। আবারও সেই দিশা বিশ্বাস। যদিও প্রথমটি ছিল রানআউট। ২০ রানের মাথায় থাকা দিশা ডিংরাকে রানআউটের ফাঁদে ফেলেন স্বর্ণা।
একই ওভারে যুক্তরাষ্ট্রের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর গড়া স্নিগ্ধা পালকে সাজঘরে পাঠিয়েছেন দিশা বিশ্বাস। গ্রুপপর্বের তিন ম্যাচেই বল হাতে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টাইগ্রেস এ অধিনায়ক। 
ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইনিংস থেমেছে ১০৩ রানে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেছেন দিশা বিশ্বাস।
১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বর্ণা আক্তারের ২২, রোকেয়া খানে ১৮ ও দিলারা আক্তারের ১৭ রানের উপর ভর করে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments