Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিহোয়াটসঅ্যাপে মেসেজ এডিটের সুযোগ আসছে

হোয়াটসঅ্যাপে মেসেজ এডিটের সুযোগ আসছে

মাঝেমধ্যেই অটোকারেক্ট অপশনের জন্য মেসেজে লেখার সময় ভুল হয়ে যায়। তাড়াহুড়ায়ও ভুল করে বসে মানুষ। কিন্তু একবার ভুলভাল মেসেজ সেন্ড করলেই শেষ। কোনোভাবেই তা আর ঠিক করা যায় না।

তখন মেসেজ ডিলিট করে দেওয়াটাই একমাত্র সমাধান। তাই মেসেজ ডিলিটের বদলে ভুল শুধরানোর সুযোগ দিতে চায় হোয়াটসঅ্যাপ। শিগগিরই এডিট ফিচার আনতে যাচ্ছে তারা। ওয়েবেটাইনফো নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, এরই মধ্যে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। তবে এতে এডিট হিস্ট্রি দেখার সুযোগ থাকবে কি না তা জানা যায়নি। সবার জন্য উন্মুক্ত হলে আইওএস, অ্যানড্রয়েড, ডেস্কটপে এই ফিচার ব্যবহার করা যাবে। এবারই প্রথম নয়, ২০১৭ সালেও এডিট বাটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে হোয়াটসঅ্যাপ, তবে তা আলোর মুখ দেখেনি। কবে নাগাদ ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে তা এখনই বলা যাচ্ছে না। এর আগে হোয়াটসঅ্যাপে বড় ফাইল পাঠানোর সুবিধা যোগ করা হয়।

 সূত্র : গ্যাজেটস নাউ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments