Sunday, April 2, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিহোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হতে না চাইলে

হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হতে না চাইলে

হোয়াটসঅ্যাপ বৈশ্বিকভাবে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি মেসেজিং অ্যাপ। যোগাযোগের মাধ্যম হিসেবে অ্যাপটি একদিকে যেমন আমাদের জীবনকে সহজ করেছে আবার এটি ভুয়া সংবাদ ও গুজব ছড়ানোরও অন্যতম মাধ্যম হয়েছে। ভুয়া নিউজ ছড়ানো ঠেকাতে প্রতিষ্ঠানটি কঠোর পদক্ষেপ নিয়েছে। এর পরও অনেক ব্যবহারকারী নীতিমালা ভঙ্গ করে এসব কাজে যুক্ত হয়ে পড়েন।

নীতিমালা ভাঙার কারণে সেই ব্যবহারকারীদের নিষিদ্ধ করে ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নিষিদ্ধ করার প্রক্রিয়াটির ক্ষেত্রে তারা মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার করে থাকে এবং প্রযুক্তিটির উৎকর্ষ সাধনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে হোয়াটঅ্যাপ। অনেক সময় অনেক ব্যবহারকারী না বুঝেই ফেক নিউজ শেয়ার বা স্প্যামিং লিংক শেয়ার করে ফেলেন। এতে প্ল্যাটফরমটিতে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি যায় বেড়ে।

হোয়াটসঅ্যাপে নিরাপদ থাকতে এবং নিষিদ্ধ হওয়া ঠেকাতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

♦ অচেনা ব্যক্তিকে মেসেজ পাঠানো বা কল করা থেকে বিরত থাকতে হবে। এমন কাউকে যদি আপনি মেসেজ পাঠান বা কল করেন আর তিনি যদি আপনার নামে রিপোর্ট করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিষিদ্ধ হয়ে যেতে পারে।

♦ হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয় মেসেজ, একসঙ্গে একাধিক জনকে একই মেসেজ (বাল্ক মেসেজ) পাঠানো কিংবা স্বয়ংক্রিয় কল করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কাজ করলে হোয়াটসঅ্যাপের মেশিন লার্নিং প্রযুক্তিটি ধরে ফেলে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিতে পারে।

♦ স্বয়ংক্রিয় কোনো পদ্ধতির আশ্রয় নিয়ে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা, গ্রুপ খোলা ইত্যাদি কাজ থেকে বিরত থাকতে হবে।

♦ কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত ফোন নম্বর হোয়াটসঅ্যাপ মেসেজ বা গ্রুপে শেয়ার করা যাবে না। এতে সেই ব্যবহারকারী রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

♦ ভুয়া নিউজ ছড়ানো, অচেনা লিংকে ক্লিক করা, বেআইনি কাজে প্রলুব্ধ করা, কাউকে হুমকি দেওয়া, ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো বা কাউকে অনৈতিক প্রস্তাব দিলেও অ্যাকাউন্ট নিষিদ্ধের আওতায় পড়তে পারে।

♦ যেকোনো থার্ড পার্টি টুল ব্যবহার করে হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ কোনো তথ্য বের করার চেষ্টা, অ্যাপটির মডিফাইড কোনো সংস্করণ ব্যবহার করা, অন্য ব্যবহারকারীর তথ্য চুরির চেষ্টা ইত্যাদি করলেও অ্যাকাউন্ট নিষিদ্ধের আওতায় পড়তে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments