নিজেদের ব্যবহারকারীদের সম্পর্কে কী কী তথ্য হোয়াটসঅ্যাপ সংগ্রহ করেছে, সেসব তথ্য ডাউনলোড করার সুযোগ পাওয়া যাবে ডেস্কটপে। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বেটা ২.২২.০৪.১ সংস্করণে এই ফিচার যুক্ত করা হচ্ছে। ফিচারটি উন্মুক্ত হলে ডেস্কটপ থেকেও ব্যবহারকারীদের সম্পর্কে হোয়াটসঅ্যাপের সংরক্ষিত তথ্য ডাউনলোড করা যাবে। আগে শুধু অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের জমা করা তথ্য ডাউনলোড করতে পারত।
গত বছর পাস হওয়া ইউরোপীয় আইন জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশনের আওতায় এই সুবিধা ডেস্কটপেও যোগ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। কবে নাগাদ ফিচারটি মূল সংস্করণে যুক্ত হবে, তা এখনো জানা যায়নি।
ফিচারটি আপনার ডেস্কটপে এসেছে কি না তা পরখ করে দেখতে সেটিংসে যেতে হবে। এরপর রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো নামের একটি অপশন দেখা যাবে। এতে ক্লিক করে হোয়াটসঅ্যাপের কাছে অ্যাকাউন্টসংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আবেদন করা যাবে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস