হোয়াটসঅ্যাপে সম্প্রতি যুক্ত হয়েছে ভয়েস স্ট্যাটাস। কথা রেকর্ড করে সেটা স্ট্যাটাস রূপে তুলে দেওয়ার এই ফিচার আগে থেকেই আইওএসে ছিল। এবার ফিচারটি পৌঁছে গেছে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের কাছে। চাইলে প্রাইভেসি সেটিংসে পরিবর্তন এনে এই ভয়েস ফিচার শুধু নির্দিষ্ট বন্ধুকেই দেখানো সম্ভব।ভয়েস স্ট্যাটাসটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। টানা ৩০ সেকেন্ড পর্যন্ত কথা রেকর্ড করা যাবে। জরুরি কোনো তথ্য কম সময়ে সবাইকে জানাতে ভয়েস স্ট্যাটাস ফিচারটি কাজে লাগবে।
হোয়াটসঅ্যাপে ভয়েস স্ট্যাটাস যেভাবে আপলোড করবেন
♦ অ্যানড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
♦ সোয়াইপ করে স্ট্যাটাস ট্যাবে যান।
♦ মাই স্ট্যাটাস পেজে এলে নিচের দিকে থাকা পেন্সিল আইকনে ক্লিক করুন।
♦ স্ট্যাটাস স্ক্রিন চালু হলে মাইক্রোফোন আইকনটি চেপে ধরে ভয়েস রেকর্ড করুন।
♦ রেকর্ড করা শেষ হলে আইকনটি ছেড়ে দিন।
♦ চাইলে ভয়েস স্ট্যাটাসের সঙ্গে লেখা বা ছবি জুড়ে দিতে পারেন। পছন্দমতো রং বেছে নিয়ে স্ট্যাটাস স্ক্রিনের রঙেও আনতে পারেন পরিবর্তন।
♦ সব শেষে সেন্ড আইকনে ক্লিক করে ভয়েস স্ট্যাটাসটি আপলোড করুন।
♦ অন্যান্য ছবি ও ভিডিওর মতো ভয়েস স্ট্যাটাসটিও ২৪ ঘণ্টার মধ্যে মুছে যাবে।
চাইলে যেকোনো সময় এই ভয়েস আপডেট ডিলিটও করা যাবে।