ভারতীয় উপমহাদেশে কন্যা শিশুকে যেখানে মনে করা হয় বোঝা, শুধু কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অভিযোগে’ নারীরাও শিকার হন পারিবারিক সহিংসতার, সেখানে হেলিকপ্টারে সদ্যোজাত কন্যাশিশুকে বাড়ি এনে নজির স্থাপন করলেন এক পরিবার।
ভারতের মহারাষ্ট্রে এই অভিনব ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই শিশুটির বাবা বিশাল জারেকার এএনআইকে বলেন, তাদের পুরো পরিবারে কোনো কন্যা সন্তান নেই। তাই পরিবারে প্রথম কন্যা সন্তান জন্ম নেওয়ায় তার বাড়ি আসাটাকে স্মরণীয় করকে চেয়েছিলেন তারা। তাই এক লাখ রুপি খরচ করে একটি হেলিকপ্টার ভাড়া করেন তারা।
গত বছরও ভারতের রাজস্থানে এক সদ্যোজাত কন্যাশিশুকে হেলিকপ্টারে করে বাড়িতে আনা হয়েছিল।
#WATCH Shelgaon, Pune | Grand Homecoming ! A family brought their newborn girlchild in a chopper
We didn’t have a girlchild in our entire family. So, to make our daughter’s homecoming special, we arranged a chopper ride worth Rs 1 lakh:Vishal Zarekar,father
(Source: Family) pic.twitter.com/tA4BoGuRbv— ANI (@ANI) April 5, 2022