Friday, December 1, 2023
spot_img
Homeসাহিত্যহেমন্তের মেয়ে এবং অন্য কবিতা

হেমন্তের মেয়ে এবং অন্য কবিতা

আব্দুল্লাহ নাজিম আল-মামুন

হেমন্তের মেয়ে

এক হেমন্তের দুপুরে
তুমি এসেছিলে শরম ভেঙে
আমার সামনে—
এরপর তুমি আর আমি
মুখোমুখি হলে—
চোখে চোখ রেখে
হৃদয়ের অতল গভীরে
আলো ফুটিয়েছো
ভালোবাসি বলে।

****

প্রপোজ

আমাকে ডাকছে দূরের কেউ
যাকে আমি কোনোদিন দেখিনি;
তার ডাকে এই বুকে প্রেমের ফুটছে ফুল—

কাছে যেতেই দেখি
সে তাকিয়ে আছে আমার দিকে
যেন এমন করে—যুগ যুগ আমাকে চেনে;
মুখ ফুটে বলছে—ভালোবাসি।

****

প্রিয়তমা

আমি তোমার আকাশে
সাত রঙের রংধনু হতে চেয়েছি,
আমি তোমার প্রিয়
ওই বৃষ্টি হয়ে ঝরেছি।

আমি তোমার মনের ঘরে
ভালোবাসার ফুল হতে চেয়েছি,
তোমায় আমি দেখবো বলে
দুচোখ জুড়ে মায়া বেঁধেছি।

তবুও আমি তোমার পাইনি দেখা
তবুও আমার গল্পে তুমি লেখা,
তুমি আমার হৃদয় ওগো প্রিয়তমা
তুমি ছাড়া নামের পাশে নেই দাড়ি-কমা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments