Saturday, December 9, 2023
spot_img
Homeবিনোদনহেনস্তা নিয়ে মুখ খুললেন পল্লবী

হেনস্তা নিয়ে মুখ খুললেন পল্লবী

রুপালি দুনিয়ার তারকাদের চকচকে জীবনেও থাকে অনেক যন্ত্রণাদায়ক অধ্যায়। ক্যামেরার ফ্লাশলাইটের ঝলকানিতে ঢাকা পড়ে যায় অন্ধকার দিকগুলো। জীবনের সেই রকমই এক অভিজ্ঞতার কথা জানালেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তামিল ফিল্ম ‘গার্গী’তে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি নিজাম উইথ স্মিতা চ্যাট শোয়ে এসে এই বিষয়ে খোলামেলা কথা বলেন সাই পল্লবী। এখানে গ্ল্যামারার্স দুনিয়ার হেনস্তার বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। শোয়ের লেটেস্ট প্রোমোতে দেখা যাচ্ছে মি টু মুভমেন্ট নিয়ে মন খুলে কথা বলছেন অভিনেত্রী। পল্লবীর মতে, মুখের কথাতেই যে ধরনের হেনস্তা করা হয় সেই বিষয়টিকে মোটেই সহজভাবে নেয়া উচিত নয়। অভিনেত্রীকে মি টু মুভমেন্ট নিয়ে প্রশ্ন করেন শোয়ের সঞ্চালক। উত্তরে সাই পল্লবী বলেন, শারীরিকভাবে হেনস্তা করার প্রয়োজন নেই।

মুখের কথাতেই অনেক সময় কাউকে অস্বস্তিতে ফেলে হেনস্তা করা যায়। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেন অভিনেত্রী। ডাক্তারি ছাত্রী থেকে কীভাবে অভিনয় জগতে আসা সেই কথাও বলেছেন সাই পল্লবী। এই শোয়ের অতিথি হিসেবে এসেছেন নানি আর রানা দাগুবতী। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, আল্লু অর্জুন ও শ্রীভল্লির আগামী ছবি ‘পুষ্পা ২’-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই ভক্তরা একেবারে উচ্ছ্বসিত। কেউ লিখেছেন, যদি এই খবর সত্যি হয় তাহলে খুবই আনন্দ পাবো। আল্লু আর সাই পল্লবীর আইটেম ড্যান্স দেখানোর আবদার করেছে অনেক ভক্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments