সবাই এখন চ্যাটজিপিটির মতো সেবা দিতে মরিয়া। চীনা কম্পানি হুয়াওয়েও এর ব্যতিক্রম নয়। আগামী ৭ জুলাই হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্সে (ক্লাউড) এআই চ্যাটবট ‘প্যাংগু চ্যাট’ নিয়ে হাজির হচ্ছে তারা। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, চ্যাটবট সেবাটি তারা তৈরি করছে সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য।আদৌ এটি হুয়াওয়ের স্মার্টফোনে যুক্ত হবে কি না, তা এখনো জানা যায়নি। লার্জ স্কেল মডেলটিকে ১০ হাজার প্যারামিটার দিয়ে পরীক্ষা করা হয়েছে। দুই মাসের ডাটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের দুই হাজারটি ‘৯১০ অ্যাসেন্ড চিপ’। চ্যাটজিপিটি ৪-এর সমকক্ষ এই চ্যাটবট ছবি তৈরির কাজেও ব্যবহার করা যাবে।
সূত্র : হুয়াওয়ে সেন্ট্রাল